বিনোদন

পাকিস্তানে ঝড় তুলেছে দিলজিতের সিনেমা

পাকিস্তানে ঝড় তুলেছে দিলজিতের সিনেমা

দিলজিৎ দোসাঞ্ঝের ব্যাপক বিতর্কিত সিনেমা ‘সর্দারজি ৩’ আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পেয়েছে শুক্রবার (২৭ জুন)। মুক্তির আগে যেভাবে এটিকে নিয়ে ভারতে বিভিন্ন জায়গায় বিতর্ক ও জল্পনা-কল্পনা দানা বেঁধেছে, তাতে বারবার সাফাই গেয়েছেন দিলজিৎ। আশঙ্কা প্রকাশ করেছেন সিনেমাটি মুক্তি না পেলে ঠিক কতটা আর্থিক ক্ষতি হতে পারে তা নিয়েও।

Advertisement

দীর্ঘ অপেক্ষা ও বিতর্কের পর দিলজিতের সিনেমা ‘সর্দারজি ৩’ মুক্তির দারুণ ইতিবাচক সংবাদ পাওয়া যাচ্ছে। ‘সর্দারজি ৩’ পাকিস্তানে মুক্তির পরপরই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। দেশটিতে বিপুল সাফল্যের মুখ দেখেছে সিনেমাটি। পাকিস্তানের প্রায় সবকটি সিনেমাহলেই এই সিনেমার শো হাউজফুল। পাকিস্তানে সিনেমাটি প্রথম দিনেই ব্যবসা করেছে প্রায় ৫ লাখ ডলারের বেশি।

পাকিস্তানে মুক্তি পাওয়া সর্বোচ্চ ব্যবসা করা ভারতীয় সিনেমার তালিকায় যোগ হয়েছে ‘সর্দারজি ৩’ সিনেমার নাম। শুধু তাই নয়, পাকিস্তানে সর্বোচ্চ ব্যবসা করা পাঞ্জাবি সিনেমা হিসেবেও এ মুহূর্তে শীর্ষে রয়েছে দিলজিতের ‘সর্দারজি ৩’।

পাকিস্তানে এ সিনেমার সাফল্যে খুশির জোয়ারে ভাসছেন দিলজিৎ। এ নিয়ে তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘২টি সিনেমাহল এরই মধ্যেই হাউজফুল। দর্শকের থেকে খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। সিনেমাহলে যান ও সিনেমাটি দেখুন।’

Advertisement

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে সিনেমাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের জনগণ। অভিনেত্রী হানিয়া আমিরের পাশাপাশি সিনেমাটিতে একাধিক পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন। ফলে ভারতের পহেলগাঁমে হামলার পর এ সিনেমা নিয়ে তোলপাড় শুরু হয় ভারতজুড়ে।

বিনোদন দুনিয়া থেকে শুরু করে ভারতের কোনো ক্ষেত্রেই পাকিস্তানের অংশগ্রহণ খুব স্বাভাবিকভাবেই মেনে নিতে নারাজ দেশটির সাধারণ জনগণ। এরই ধারাবাহিকতায় বাদ যায়নি দিলজিতের সিনেমাটিও।

এমএমএফ/জিকেএস

Advertisement