জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে ইমরান (৩৫) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। সোমবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ইমরানের সহকর্মী কামাল গাজী জানান, মোহাম্মদপুর ঢাকা উদ্যানে একটি তৃতীয় তলা ভবনের নির্মাণকাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন ইমরান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার দ্রুত করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইমরান রাজবাড়ী জেলা সদরের বাগমারা এলাকার জিল্লুর রহমানের সন্তান। তিন ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Advertisement

এমআইএইচএস/