দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস থাকলেও চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (৩০ জুন) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
Advertisement
পূর্বাভাসে বলা হয়েছে, আজ (সোমবার) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
Advertisement
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে। ঢাকায় ও সামান্য বৃষ্টির আভাস রয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস বান্দরবানে। গত ২৪ ঘণ্টা সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে।
আরএএস/এমআইএইচএস/জেআইএম
Advertisement