পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার চালু করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই নির্দেশনার আওতায় ৩০ জুন ছিল ব্রোকারেজ হাউজগুলোর সফটওয়্যার বাস্তবায়নের সময়সীমা। তবে ঈদ ও ছুটির কারণে কার্যক্রমে বিলম্ব হওয়ায় অতিরিক্ত দুই মাস সময় চেয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
Advertisement
রোববার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) কাছে চিঠি দিয়ে ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে ডিবিএ।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়েছে, অধিকাংশ ব্রোকারেজ হাউজ এরই মধ্যে প্যানেলভুক্ত সফটওয়্যার বিক্রেতাদের (ভেন্ডর) সঙ্গে চুক্তি করেছে। তবে সব ব্রোকারেজ হাউজকে একযোগে সফটওয়্যার বাস্তবায়নে সহায়তা দিতে ভেন্ডররা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেই সঙ্গে সাম্প্রতিক ঈদ এবং অন্যান্য সরকারি ছুটির কারণে প্রক্রিয়া বিলম্বিত হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ব্রোকারেজ হাউস এরই মধ্যে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের লক্ষ্যে তাদের নিজ নিজ প্যানেলভুক্ত বিক্রেতাদের সঙ্গে চুক্তি সই করেছে। তবে কিছু সীমাবদ্ধতার কারণে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। এই পরিস্থিতিতে বিএসইসির নির্দেশ অনুসারে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার সফল ও পরিপূর্ণভাবে বাস্তবায়ন সহজতর করার লক্ষ্যে এ সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর জন্য অনুরোধ করছি।
Advertisement
এর আগে ৩০ এপ্রিল বিএসইসির ৯৫৪তম কমিশন সভায় এ সফটওয়্যার বাস্তবায়নের সময়সীমা ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
বিএসইসি মনে করে, এই সফটওয়্যার চালু হলে ব্রোকারেজ হাউজে থাকা শেয়ার এবং সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশে (সিডিবিএল) সংরক্ষিত শেয়ারের তথ্যের মধ্যে গরমিল দূর হবে। এতে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
এমএএস/এমআইএইচএস/জেআইএম
Advertisement