জাতীয়

‘জেন্ডার জাস্টিস না হলে ক্লাইমেট জাস্টিস নিশ্চিত হবে না’

‘জেন্ডার জাস্টিস না হলে ক্লাইমেট জাস্টিস নিশ্চিত হবে না’

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন নারীরা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন নারীর ওপর সহিংসতাকে আরও প্রকট ও নৃশংস করে তুলছে।

Advertisement

রোববার (২৯ জুন) ‘পরিবেশ ও জলবায়ু বিপর্যয়: নারীর সংকট ও সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করে এসব কথা বলেন বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) পরিচালক পাভেল পার্থ।

তিনি বলেন, উপকূলে তীব্র পানি সংকট এবং প্রতিনিয়ত দুর্যোগ পরিস্থিতি বাড়ছে। এক কলস পানি সংগ্রহের জন্য নারীকে হাঁটতে হচ্ছে কয়েক মাইল। অপেক্ষা করতে হচ্ছে বহুসময়। এতে নারীর ওপর ওয়ার্কলোড বাড়ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। একই সঙ্গে লবণাক্ত পানির কারণে নারীরা কঠিন রোগে ভুগছেন। নারীদের স্বাস্থ্য ও প্রজনন হুমকির মুখে পড়ছে। জলবায়ুজনিত দুর্যোগ সামলে উপকূলের নারীরা খাদ্যের যোগান ও স্বাস্থ্যসেবা নিয়ে সংকটের মধ্যদিয়ে যাচ্ছেন। এসব বিষয়ে নজর দেওয়া হয় না।

তিনি আরও বলেন, মেয়েদেরকেই কেন পানি আনার কাজ করতে হবে, এই প্রশ্নের সুরাহা যেমন জরুরি, একইভাবে কেন জলবায়ু পরিবর্তনের কারণে আজ গ্রামীণ নারীদের যন্ত্রণা সামাল দিতে হবে এই প্রশ্নের সমাধানও আমাদের দরকার। বাংলাদেশের উপকূলে লবণ পানির কারণে কিশোরী ও নারীদের প্রজনন আজ হুমকির মুখে। গরিব নারীরা দীর্ঘসময় লবণপানিতে মাছ ধরেন কিংবা সংসারের কাজও সারতে হয় লবণপানি দিয়েই। বহু নারী জরায়ু টিউমার বা ক্যানসারে আক্রান্ত। জরায়ু কেটে ফেলতে বাধ্য হচ্ছেন অনেকে। গ্রামের প্রায় বহু নারী লবণাক্ততার কারণে নানাবিধ অসুখে ভুগছেন। উপকূলের নারীদের এসব দিক আলোচনায় আসছে না। উপকূলের নারীদের প্রতি সহিংসতাও বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।

Advertisement

জলবায়ু তহবিল নারীদের জন্য সঠিকভাবে কাজে লাগাতে হবে উল্লেখ করে পাভেল পার্থ বলেন, জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতির তহবিল, প্রশমন নিয়ে জলবায়ু সম্মেলনে দেনদরবার হয় কিন্তু কোনোভাবেই এই তহবিলের অঙ্গীকার যথেষ্ট নয়। এসব ফান্ড সত্যিকারের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও নারীদের কাছে কীভাবে পৌঁছাবে তা আলোচনায় আনতে হবে। বৈশ্বিক জলবায়ুর দেনদরবারে নারীদের কার্যকর অংশগ্রহণ নেই। পরিবেশের প্রশ্নে, জলবায়ু কিংবা জেন্ডার আলোচনায় নারীর ঝুঁকি, সহিংসতা এবং সংগ্রামকে গুরুত্ব দিতে হবে।

পাভেল পার্থ বলেন, কোনো ধরনের ঝুঁকি ও সহিংসতার গল্পকে আড়াল করে জেন্ডার ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত হবে না।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনার সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহিলা পরিষদের সদস্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নবনীত ইসলাম, ঢাকা স্ট্রিমের এডিটার ইন চিফ ইফতেখার মাহমুদ, গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিবসহ মহিলা পরিষদের সদস্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, সঞ্চালনা করেন মহিলা পরিষদের পরিবেশ ও জলবায়ু উপপরিষদের সম্পাদক পারভীন ইসলাম।

আরএএস/এসএনআর/জিকেএস

Advertisement