খেলাধুলা

রোনালদোর রেকর্ড ভাঙতে পারলেন না মেসি

রোনালদোর রেকর্ড ভাঙতে পারলেন না মেসি

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে দুর্দান্ত একটি ফ্রি-কিক থেকে গোল পেয়েছিলেন তিনি। তখনই আলাপটা উঠে যায়, তাহলে কি ক্রিশ্চিয়ানো রোনালদোর আরো একটি রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি?

Advertisement

পোর্তোর বিপক্ষে গোল করে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গিয়েছিলেন মেসি। আর একটি গোল করতে পারলেই চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান হয়ে যেতেন ইন্টার মিয়ামির এই আর্জেন্টাইন তারকা।

ফিফা ক্লাব বিশ্বকাপে এবার রোনালদো নেই; কিন্তু একটি অর্জনে তিনি অন্য সবার চেয়ে অনন্য হয়ে আছেন। ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপে মোট ৭টি গোল করেছিলেন রোনালদো। মেসির সামনে সুযোগ ছিল রোনালদোকে পেছনে ফেলে এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়ার।

কিন্তু, না কোনো কিছুই হলো না। গ্রুপ পর্বের একটি ম্যাচ পেয়েছিলেন মেসি। এরপর পেলেন নকআউটে রাউন্ড অব সিক্সটিনের একটি ম্যাচ। দুই ম্যাচ পেয়েও আর প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি। মূলত মেসির কোনো চেষ্টাই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি।

Advertisement

পিএসজির বিপক্ষে আজকের ম্যাচে মেসি শেষের দিকে বেশ চেষ্টা করেছিলেন, অন্তত একটি গোল বের করার। বক্সের একেবারে সামনে থেকে একটি ফ্রি-কিক নিয়েছিলেন মেসি। গার্ডের দেয়াল ভেদ করে সেই শট আর পিএসজির জাল অবদি যায়নি। এরপর একটি দুর্দান্ত হেড নিয়েছিলেন, তার আগে একটি শটও নিয়েছিলেন; কিন্তু সবগুলোই শেষ পর্যন্ত পিএসজির জাল পর্যন্ত যায়নি। রোনালদোর রেকর্ড অক্ষুণ্নই থেকে গেলো আপাতত।

আইএইচএস/