জাতীয়

জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়ছে না: বিপিসি

জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়ছে না: বিপিসি

বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ছে না বলেও জানানো হয়েছে।

Advertisement

রোববার (২৯ জুন) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিপিসির পরিচালক (বিপণন) যুগ্ম সচিব ড. এ কে এম আজাদুর রহমান।

আরও পড়ুন

চট্টগ্রাম থেকে পাইপলাইনে বাণিজ্যিকভাবে ঢাকায় আসছে জ্বালানি তেল জ্বালানি মজুত সক্ষমতা না বাড়ালে ঝুঁকিতে পড়বে বাংলাদেশ

তিনি বলেন, অনেকে মনে করেছিল তেলের দাম বাড়বে। এজন্য কিছু অসাধু ব্যবসায়ী তেল স্টক করে রেখেছিলেন। কিন্তু বিকেলে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণায় দাম বাড়ানো হয়নি। এখন জ্বালানি তেলের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে।

Advertisement

এনএস/কেএসআর/এমএস