শ্রীলঙ্কার নৌবাহিনী রামেশ্বরমের ৮ জন ভারতীয় জেলেকে অবৈধভাবে শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরার অভিযোগে আটক ও একটি ট্রলার জব্দ করেছে।
Advertisement
জানা গেছে, আটক জেলেদের শ্রীলঙ্কার তালাইমান্নার নৌবাহিনীর ঘাঁটিতে নেওয়া হচ্ছে।
ভারতের মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (২৮ জুন) ৪৬৬টি নৌকার জন্য অনুমোদন টোকেন ইস্যু করা হয়েছিল। ভারকোডু, মন্দপম ও রামেশ্বরম এলাকা থেকে জেলেরা সমুদ্রে যান।
আটকের খবরে এলাকায় জেলেদের পরিবারে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এক জেলে বলেন, মাত্র ১৫ জুন দুই মাসের বার্ষিক নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এটা আমাদের জেলেদের মাত্র চতুর্থ সমুদ্রযাত্রা। অথচ মিথ্যা অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনী আমাদের লোকদের ধরে নিয়ে গেলো।
Advertisement
জেলেদের সংগঠনের নেতা জে. আর. যীশু রাজা বলেন, এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে শ্রীলঙ্কার সঙ্গে গভীরভাবে আলোচনা করতে হবে এবং স্থায়ী সমাধান আনতে হবে। আন্দোলনে আমরা ক্লান্ত, মানসিকভাবে ভেঙে পড়েছি।
অ্যান্টনি নামে এক যান্ত্রিক ট্রলারের চালক জানান, সম্প্রতি শ্রীলঙ্কা সরকার চড়া জরিমানা আরোপ করছে এবং পুনরাবৃত্তির নামে জেলেও পাঠাচ্ছে। অথচ এই অঞ্চলের জেলেরা ঐতিহাসিকভাবে পক প্রণালীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে আসছেন।
তিনি বলেন, এসব ঘটনা আমাদের বিপাকে ফেলছে। ঋণের বোঝা বাড়ছে। আর সরকার যদি চুপ করে থাকে, তাহলে হয়তো কাজ বন্ধ করে বসে থাকা ছাড়া উপায় থাকবে না।
সূত্র: দ্য হিন্দু
Advertisement
এমএসএম