আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনকে প্রধান বিবেচ্য ইস্যু হিসেবে ভোটারদের সামনে তুলে ধরার ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন।
Advertisement
শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত এ সভায় অংশ নেন এবি পার্টির মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন মজিবুর রহমান মঞ্জু এবং সঞ্চালনায় ছিলেন দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে মঞ্জু বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বৈরাচারী সরকারের পতনের পর ঐক্যমত্যের বাইরে দেশ পুনর্গঠন ও সংস্কার সম্ভব নয়। সরকার একটি সংস্কার কমিশন গঠন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সত্তর অনুচ্ছেদে অনেক দল একমত হলেও, প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা, রাষ্ট্রপতি নির্বাচন এবং সাংবিধানিক নিয়োগগুলো নিয়ে এখনো ঐকমত্য গড়ে ওঠেনি। এসব বিষয় মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র পুনর্গঠনের আকাঙ্ক্ষা সামনে রেখেই জোট গঠনের চিন্তা করতে হবে। জনগণ যেন বুঝতে পারে এবি পার্টিই সত্যিকারের নতুন রাজনীতির বাহক। তাই সবাইকে এলাকায় ফিরে সংগঠন বিস্তার ও নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে।
Advertisement
সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা এএফএম সোলায়মান চৌধুরী বলেন, একটি রক্তস্নাত গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে নতুন নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে আমাদের নেতাকর্মীরা অংশ নিতে দৃঢ় প্রত্যয় নিয়ে এই সভায় উপস্থিত হয়েছেন।
তিনি বলেন, আমরা অনেক ত্যাগ ও ধৈর্য নিয়ে এবি পার্টি গড়েছি। একটা সময় আমাদের ৪০টি জেলায় কমিটি ছিল, এখন তা প্রায় সব জেলায় বিস্তৃত। এবি পার্টিই নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে সক্ষম হবে।
তিনি মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে বলেন, সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলকে বিস্তৃত করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি আমাদের মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা নতুন রাজনীতি করছি—এটা জনগণকে বিশ্বাস করাতে হবে। এজন্য এলাকার সমস্যাগুলো সামনে এনে কাজ করতে হবে। নির্বাচনী প্রচারণায় মানুষের কাছে যেতে হবে।
Advertisement
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, ব্যারিস্টার সানী আব্দুল হক, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্সসহ সারাদেশের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা।
এএএম/এমআরএম/জিকেএস