দেশজুড়ে

সৈকতে ভেসে এলো যুবকের মরদেহ, নিখোঁজ চবি শিক্ষার্থীর বলে ধারণা

সৈকতে ভেসে এলো যুবকের মরদেহ, নিখোঁজ চবি শিক্ষার্থীর বলে ধারণা

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাজিরার টেক সৈকতে এক যুবকের মরদেহ ভেসে এসেছে। বুধবার (৯ জুলাই) ভোরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে উদ্ধারের পর পুলিশকে খবর দেয়।

Advertisement

মরদেহের পরিচয় শনাক্ত করা না গেলেও ধারণা করা হচ্ছে এটি গতকাল (মঙ্গলবার) হিমছড়ি সৈকতে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর মাঝে আসিফ আহমেদের মরদেহ হতে পারে। তার অ্যাকাডেমিক পরিচয়পত্রের ছবির সঙ্গে মরদেহের ছবির মিল রয়েছে।

সমুদ্রে বিপদাপন্ন পর্যটক-দর্শণার্থীদের উদ্ধারে কাজ করা সী সেইফ লাইফগার্ডের সিনিয়র কর্মী মোহাম্মদ ওসমান বলেন, বুধবার ভোরে নাজিরারটেক এলাকা হতে খবর আসে চরে একটি মরদেহ আটকে আছে। খবর পেয়েই লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর থানা পুলিশকে খবর দেয়।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও সদর থানা টিম ঘটনাস্থলে যায়। সবার ধারণা মতে, মরদেহটি গতকাল (মঙ্গলবার) হিমছড়ি সৈকতে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর মাঝে আসিফ আহমেদের হতে পারে। তার অ্যাকাডেমিক পরিচয় পত্রের ছবির সঙ্গে মরদেহের ছবির মিল রয়েছে। এরপরও নিখোঁজদের স্বজনরা আসার অপেক্ষায় রয়েছি। তারা শনাক্ত করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত পুলিশ মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাচ্ছে।

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী মঙ্গলবার সকালে হিমছড়ি সৈকতে গোসলে গিয়ে নিখোঁজ হন। এর একটু পর একজনের মরদেহ পাওয়া গেলেও বাকি দুজন নিখোঁজ থাকেন।

সায়ীদ আলমগীর/এফএ/এএসএম