প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণহত্যার জন্য শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
Advertisement
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এই বছরের জুলাই মাসের গণবিপ্লব নিয়ে বিবিসির এই গভীর অনুসন্ধানী প্রতিবেদন এবং সম্প্রচারের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে শিশু-সহ শতাধিক প্রতিবাদকারীকে হত্যার নির্দেশ দেওয়ার যে ভয়াবহ অভিযোগ উত্থাপিত হয়েছে, তা গোটা বিশ্বে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বানকে আরও জোরালো করে তুলবে। তাকে এই গণহত্যার জন্য অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’
আরও পড়ুন: জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা হাসিনার পতনের পরও যাত্রাবাড়ীতে ৫২ জনকে হত্যা করে পুলিশতিনি আরও লেখেন, ‘১৫ বছরেরও বেশি সময়ের শাসনামলে তিনি যে হত্যাকারীদের সমাবেশ করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছেন, তার কোনও রেহাই নেই- না তার, না তার ঘনিষ্ঠ হত্যাকারী বাহিনীর।’
এমইউ/এসএনআর/এএসএম
Advertisement