খেলাধুলা

‘শটটি ছক্কা হতো’, নিজের আউট নিয়ে বললেন মিরাজ

‘শটটি ছক্কা হতো’, নিজের আউট নিয়ে বললেন মিরাজ

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে লঙ্কানরা।

Advertisement

বাংলাদেশ হেরেছে, সেটি নিয়ে খুব বেশি আক্ষেপ ও ক্ষোভ নেই ভক্তদের। তবে লাল-সবুজ বাহিনীর হারের ধরন দেখেই ফুঁসছে ভক্তকূল।

প্রথম ওয়ানডের মতো গতকাল মঙ্গলবার শেষ ম্যাচেও কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং করেছে বাংলাদেশ। দায়িত্বশীল হতে পারেননি তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেনরা।

ভক্তদের অনেকেই মনে করেন, অধিনায়ক মিরাজের আউটের আগ পর্যন্ত ম্যাচেই ছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ অধিনায়ক অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন।

Advertisement

দলীয় ৬২ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে ৪৩ রানের জুটি করেছিলেন মিরাজ। এই জুটিতেই জয়ের সম্ভাবনা দেখছিলেন সমর্থকরা। কিন্তু সমর্থকদের হতাশায় ডুবিয়ে বড় শট খেলতে গিয়ে দলীয় ১০৫ রানের মাথায় আউট হয়ে যান মিরাজ। ২৫ বলে চারটি চার ও এক ছক্কায় ২৮ রান করে গুরুত্বপূর্ণ সময়ে লং-অন অঞ্চলে ক্যাচ তোলেন তিনি।

অনেকেই এই শটকে অপ্রয়োজনীয় মনে করলেও মিরাজ তেমনটি মনে করছেন না। বরং এই শট ঠিক মতো বাস্তবায়ন করতে পারলে ছক্কা হতো বলে মন্তব্য করেন বাংলাদেশ অধিনায়ক। তবে তার আউট যে দলের ওপর চাপ সৃষ্টি করেছে, সেটি স্বীকার করেছেন মিরাজ। তিনি বলেন, ‘আমার আউট হওয়াটা দলের ওপর চাপ সৃষ্টি করেছে। আমি রানরেটের সঙ্গে তাল মিলিয়ে থাকার চেষ্টা করছিলাম। প্রতি ওভারে অন্তত একটি বাউন্ডারি নেওয়ার চেষ্টা করছিলাম, যেন প্রয়োজনীয় রানরেটের সঙ্গে তাল মেলাতে পারি। আমি চাচ্ছিলাম না এই চাপটা তাওহিদ হৃদয়ের ওপর দিই। আমি একটা হিসেব করে শট খেলতে গিয়েছিলাম। কিন্তু ঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। যদি পারতাম, তাহলে শটটা ছক্কা হতো।’

গতকাল বাংলাদেশ অলআউট হয়েছে ৩৯.৪ ওভারে। আগের দুই ওয়ানডেতেও পূর্ণ ৫০ ওভার খেলতে পারেনি সফরকারীরা।

এ বিষয়ে মিরাজ বলেন, ‘আমাদের জন্য এটা একটা চিন্তার বিষয় যে, আমরা কোনো ম্যাচেই ৫০ ওভার ব্যাট করতে পারিনি। যদি আমরা ঠিকভাবে ব্যাট করতাম, তাহলে আমাদের জন্য ভালো হতো। আমাদের মিডল-অর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। আমিও বেশি বল খেলতে পারিনি। যদি খেলতাম, তাহলে ভালো হতো। আমাদের উন্নতির অনেক জায়গা আছে। সামনে আমাদের অনেক ম্যাচ আছে।’

Advertisement

মঙ্গলবার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। এই রান করতে হৃদয় খেলেছেন ৭৮ বল। কেউ কেউ বলেন, হৃদয় ধীরগতির ইনিংস খেলেছেন। তবে মিরাজ মনে করেন, পরিস্থিতি কঠিন ছিল বলেই হৃদয় দ্রুত রান তুলতে পারেননি।

মিরাজ বলেন, ‘আমি মনে করি, সে আরও দ্রুত ব্যাট করতে পারতো। কিন্তু আমরা নিয়মিত উইকেট হারানোয় সে তা পারেনি। যখনই ওর গতি তোলার দরকার ছিল, তখনই উইকেট পড়ে গেছে। আজকের হার তার জন্য আমি দায়ী করব না। যদি আমরা তার সঙ্গে পার্টনারশিপ করতে পারতাম, তাহলে সে আরও দ্রুত ব্যাট করতে পারত। এই ধরনের পরিস্থিতিতে ব্যাট করা আসলেই কঠিন।’

বাংলাদেশি ব্যাটাররা ঝুঁকিপূর্ণ শট খেলতে বেশি পছন্দ করেন। যে কারণে অনেক সময় দ্রুত উইকেট পতন হয়। এই সিরিজেও সেটি হয়েছে। ব্যর্থতা সত্ত্বেও মিরাজ চান, ব্যাটাররা তাদের স্বাভাবিক খেলা খেলুক।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা আরও বেশি চার মারতে পারতাম, আরও বেশি সিঙ্গেল নিতে পারতাম। এটা একটা আবেগ নিয়ন্ত্রণের বিষয়ও। সবাই তাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী খেলতে ভালোবাসে। আমাদের টপ অর্ডার একটু ঝুঁকি নিয়ে খেলতে পছন্দ করে। তারা বাউন্ডারি খুঁজে নিতে চায়। আমি তাদের থামাতে পারি না। এটা করলে দলের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হবে। আমরা প্রতিটি খেলোয়াড়ের শক্তির জায়গাকে সমর্থন দেওয়ার চেষ্টা করছি।’

এমএইচ/এএসএম