নিতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’ হতে চলেছে ভারতের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র। দুই পর্বে নির্মিত এই লাইভ-অ্যাকশন ছবির বাজেট প্রায় ভারতীয় টাকায় ১৬০০ কোটি রুপি। এতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর।
Advertisement
তিনি হাজির হবেন রাম চরিত্রে। তার সঙ্গে সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। দক্ষিণ ভারতের আরেক তারকা যশ থাকবেন রাবণের চরিত্রে।
ছবিটির প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয় পর্ব আসবে পরের বছরের দীপাবলিতে।
ছবিটি নানা কারণেই রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারমধ্যে তারকাদের মোটা পারিশ্রমিকের ব্যাপারটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, রণবীর কাপুর এই ছবিতে অভিনয় করছেন রামের চরিত্রে এই প্রকল্পের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে যুক্ত হয়েছেন।
Advertisement
খবর অনুযায়ী, তিনি প্রতিটি পর্বের জন্য নিচ্ছেন ৭৫ কোটি রুপি। দুই পর্ব মিলিয়ে তার মোট পারিশ্রমিক দাঁড়াচ্ছে ১৫০ কোটি রুপি।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী অভিনয় করছেন দেবী সীতার চরিত্রে। তিনি প্রতি পর্বের জন্য নিচ্ছেন ৬ কোটি করে মোট ১২ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন দুই পর্বের জন্য।
‘কেজিএফ’ তারকা কন্নড় অভিনেতা যশ এই ছবিতে অভিনয় করছেন রাবণের চরিত্রে। শুধু অভিনয় নয়, তিনি ছবিটির সহ-প্রযোজকও। তার নিজস্ব প্রযোজনা সংস্থা মন্স্টার মাইন্ড ক্রিয়েশনসের ব্যানারে ছবিটি নির্মিত হচ্ছে। ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রতি পর্বে ৫০ কোটি করে মোট ১০০ কোটি রুপি নিচ্ছেন।
রণবীর, সাই পল্লবী ও যশ; তিন তারকাই পারিশ্রমিক নিচ্ছেন ২৬২ কোটি রুপি।
Advertisement
আরও জানা গেল, ১৬০০ কোটি রুপির বিশাল বাজেটের এই প্রকল্পের প্রথম পর্বেই ব্যয় হচ্ছে ৯০০ কোটি। আর দ্বিতীয় পর্বে ব্যয় হবে বাকি ৭০০ কোটি।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে নমিত মালহোত্রা (ডিএনইজি) এবং প্রাইম ফোকাস স্টুডিওস।অভিনয় করছেন আরও অনেক তারকা। তাদের মধ্যে আছেন সানি দেওল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, রবি দুবে, কাজল আগরওয়াল, অমিতাভ বচ্চন, অরুণ গোবিল প্রমুখ।
ভারতীয় পুরাণ, সংস্কৃতি ও সিনেমার ইতিহাসে ‘রামায়ণ’ হতে যাচ্ছে এক নতুন মাইলফলক। এখন শুধু এটাই দেখার অপেক্ষা, বিশাল আয়োজনের সিনেমাটি দর্শকের হৃদয় কতোটা ছুঁতে পারে।
এলআইএ/এমএস