বিনোদন

শেফালি জরিওয়ালার মৃত্যুতে যা বললেন নিরাপত্তারক্ষী

শেফালি জরিওয়ালার মৃত্যুতে যা বললেন নিরাপত্তারক্ষী

অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুর সংবাদ অনেককেই হতবাক করেছে। জানা গেছে, গতকাল (২৭ জুন) রাতে বুকে ব্যথা শুরু হলে তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বেশ কয়েকটি সূত্র বলছে, হাসপাতালে নেওয়ার আগেই অভিনেত্রীর মৃত্যু হয়। এবার এ ঘটনায় অভিনেত্রীর অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী শত্রুঘ্ন ও পুলিশের প্রথম বক্তব্য প্রকাশ্যে এসেছে।

Advertisement

নিরাপত্তারক্ষী শত্রুঘ্ন জানিয়েছেন, তিনি শুক্রবার রাত ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে একটি গাড়িতে যাওয়ার জন্য গেট খুলেছিলেন। সেই সময় অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে তার কোনো ধারণা ছিল না। তারপর রাত ১টার দিকে তিনি শেফালি জারিওয়ালার মৃত্যুর খবর পান।

নিরাপত্তারক্ষী আরও জানান যে, প্রথমে তিনি বিশ্বাস করেননি। কিন্তু পরে, একজন পরিচিত ব্যক্তি তাকে ফোনে একটি ছবি দেখিয়ে জানান যে শেফালি মারা গেছেন।

এনডিটিভির সঙ্গে কথা বলতে গিয়ে, শেফালির নিরাপত্তারক্ষী বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় শেফালি ও পরাগকে তিনি তাদের পোষাপ্রাণীটির সঙ্গে সোসাইটি কম্পাউন্ডে দেখে ছিলেন।’ তিনি আরও জানান যে শুক্রবার সন্ধ্যায় যখন শেফালিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন তিনি ডিউটিতে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, অথচ মাত্র একঘণ্টা আগে রাত ৯টায়, পরাগ তার মোটরসাইকেলে বাড়ি ফিরে এসেছিল, শত্রুঘ্নই তার জন্য সোসাইটির গেট খুলেছিলেন।

Advertisement

      View this post on Instagram

A post shared by Instant Bollywood Videos (@instantbollywoodvideos)

এদিকে শেফালির মৃত্যুর বিষয়ে সংবাদ সংস্থা এএনআই পুলিশকে জানিয়েছে, ‘মুম্বাই পুলিশ রাত ১টার দিকে এ খবর পায়। তার দেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শেফালিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন: ‘কাঁটা লাগা’ গানের সেই আবেদনময়ী মডেল আর নেই আবারও মা হলেন ইলিয়ানা, প্রকাশ্যে নবজাতকের ছবি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে অভিনেত্রীর বাড়ির বাইরে ফরেনসিক টিম এবং পুলিশকে দেখা গিয়েছে। অভিনেত্রীর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে ফরেনসিক দল। ময়নাতদন্তের রিপোর্টের পরই শেফালির মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে বলে আশা করা যাচ্ছে।

এমএমএফ/এএসএম

Advertisement