দেশজুড়ে

ভোলায় জগন্নাথ দেবের রথযাত্রা

ভোলায় জগন্নাথ দেবের রথযাত্রা

ভোলায় নানা আয়োজনের মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দিরে রথযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

এসময় জেলা পুলিশ সুপার মো. শরীফুল হক, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শফিউল রহমান কিরণ ও সদস্যসচিব রাইসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দির থেকে বের হয়ে রথযাত্রাটি পানের আড়ত এলাকায় গিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকটি রথযাত্রার সঙ্গে মিলিত হয়। পরে নতুন বাজার, বাংলা স্কুল মোড় হয়ে পাঁচতহবিলে গিয়ে শেষ হয়। এসময় হাজারও সনাতনী ভক্তরা রথযাত্রায় অংশ নেন। অনুষ্ঠান উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে।

Advertisement

জুয়েল সাহা বিকাশ/এমএন/এএসএম