জাতীয়

রোহিঙ্গা সংকট: সহায়তা বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা সংকট: সহায়তা বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা সংকটের দ্রুত এবং টেকসই সমাধান নিশ্চিতে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর জন্য ফ্রান্সের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

Advertisement

বুধবার (৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎকালে মিয়ানমার বিষয়ক ফ্রান্সের বিশেষ দূত রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান লেচারভির সঙ্গে আলোচনায় এ আহ্বান জানানো হয়।

রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা, দীর্ঘমেয়াদি অবস্থানের কারণে বাংলাদেশের ওপর সৃষ্ট চাপ এবং এ পরিস্থিতিতে মানবিক সহায়তার প্রতিশ্রুতি কমে আসা নিয়ে আলোচনা হয়।

Advertisement

পররাষ্ট্রসচিব রোহিঙ্গা ইস্যুতে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় করতে ফরাসি দূতের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) আওতায় রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি ক্রমশ হ্রাস পাচ্ছে, যা বাংলাদেশের জন্য নতুন জটিলতা তৈরি করছে। তাই ইউরোপীয় ইউনিয়নসহ বৈশ্বিক অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত সহায়তা নিশ্চিত করতে ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন।

ফ্রান্সের বিশেষ দূত ক্রিশ্চিয়ান লেচারভি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করার বিষয়ে ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি সীমান্তের দুই পাশে মানবিক চাহিদার বিষয়টি সমান গুরুত্ব দিয়ে বিবেচনার ওপর জোর দেন এবং আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে সেপ্টেম্বরে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়টি উল্লেখ করেন।

Advertisement

জেপিআই/ইএ