জাতীয়

১৪৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি, কর অঞ্চল-৫ এ দুদকের অভিযান

১৪৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি, কর অঞ্চল-৫ এ দুদকের অভিযান

করদাতা কোম্পানির আয়কর নথি গায়েব করে ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকা সরকারের রাজস্ব ক্ষতিসাধনের অভিযোগের অনুসন্ধান করতে কর অঞ্চল-৫ এর সার্কেল-৯০ এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট।

Advertisement

বুধবার (৯ জুলাই) দুদকের জনসংযোগ দপ্তর জানায়, কর সার্কেলের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে ২০২২-২০২৩ করবর্ষের মাসিক কর নির্ধারণ রেজিস্ট্রার (রেজিস্ট্রার-০৪) এর পৃষ্ঠা নং ৩ এর ৪৪ ও ৪৫ নং ক্রমিকে টিআইএন নং- ৩৪************২০ ধারী প্রতিষ্ঠানের যথাক্রমে ২০২০-২০২১ ও ২০২১-২০২২ করবর্ষের মামলা দুটির বিপরীতে তৎকালীন উপকর কমিশনার কর্তৃক নিরুপল করা আয়ের বিপরীতে করদাবির পরিমাণ যথাক্রমে ৭২ কোটি ৯৬ লাখ ৬ হাজার ৮৬২ টাকা ও ৭৩ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৯৯০ টাকা- মোট ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকা নির্ধারণ করা হয়।

দুদক জানায়, পরে ওই মামলা দুটি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অডিটের জন্য নির্বাচিত হয় এবং তৎকালীন বদলি হয়ে আসা নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক নথিতে রক্ষিত কর নির্ধারণী আদেশ মোতাবেক কর মামলা দুটিতে করদাবির পরিমাণ নির্ধারণ করা হয় যথাক্রমে ০ (শূন্য) টাকা ও ১ হাজার ২৯৯ টাকা।

তবে অভিযানকালে ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকা কম কর নির্ধারণকারী কর্মকর্তার কর নির্ধারণী আদেশের সংশ্লিষ্ট মূল ফাইলগুলো খুঁজে পাওয়া যায়নি। তা উদ্দেশ্যমূলকভাবে গায়েব করা হয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। প্রাপ্ত ব্যাপক অনিয়মের এ তথ্যাবলির আলোকে কমিশনের পরবর্তী সিদ্ধান্তের নিমিত্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

Advertisement

এসএম/ইএ