জাতীয়

সব হজ এজেন্সিকে হাবের সদস্যপদ নিতে হবে

সব হজ এজেন্সিকে হাবের সদস্যপদ নিতে হবে

‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’ অনুযায়ী ধর্ম মন্ত্রণালয়ের লাইসেন্স নেওয়া সব হজ এজেন্সিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সদস্যপদ নিতে হবে।

Advertisement

সম্প্রতি সদস্যপদ নেওয়ার বাধ্যবাধকতার বিষয়টি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে হাব। হাবের চিঠির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে হাবের সদস্য পদ নেওয়ার বাধ্যবাধকতার বিষয়টি জানিয়ে এজেন্সিগুলোর কাছে আরেকটি চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেছেন, ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’ এর ধারা ২১ (১) (ক) ও (খ) উপধারায় যথাক্রমে উল্লেখ রয়েছে যে, ‘ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহে নিয়োজিত কোনো ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসাপ্রতিষ্ঠান, অংশীদারি কারবার, কোম্পানি বা প্রতিষ্ঠান বা উহাদের কোনো শ্রেণিকে ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবার স্বার্থে কোনো নির্দিষ্ট নিবন্ধিত বাণিজ্য সংগঠনের সদস্য হইতে হইবে।’

‘ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহে নিয়োজিত কোনো ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসাপ্রতিষ্ঠান, অংশীদারি কারবার, কোম্পানি বা প্রতিষ্ঠান বা উহাদের কোনো শ্রেণির নিকট হইতে কোনো নির্দিষ্ট নিবন্ধিত বাণিজ্য সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য আবেদন প্রাপ্তির পর উক্ত নিবন্ধিত বাণিজ্য সংগঠন সংঘবিধি অনুযায়ী উহার সদস্য হিসেবে স্বীকৃতি প্রদান করিবে।’

Advertisement

উক্ত আইনের ধারা ২২ (১) উপধারায় বলা হয়েছে যে, ‘কোনো ব্যক্তি তাহার ট্রেড লাইসেন্সে উল্লেখিত শ্রেণির ব্যবসা ব্যতীত অন্য কোন শ্রেণির অ্যাসোসিয়েশনের সদস্য হইতে পারিবে না।’

এ আইন অনুসরণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিবন্ধিত সব হজ এজেন্সির হাবের সদস্যপদ গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু এ সম্পর্কে কোনো নির্দেশনা না থাকায় এখন পর্যন্ত অসংখ্য হজ এজেন্সি হাবের সদস্যপদ গ্রহণ করেনি বলে জানিয়েছেন হাব মহাসচিব।

এ অবস্থায় এ সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধও জানান হাব মহাসচিব।

পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়।

Advertisement

ধর্ম মন্ত্রণালয় এজেন্সিগুলোর কাছে লেখা চিঠিতে বলেছে, ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’ এর ধারা ২১ অনুসারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে লাইসেন্স প্রাপ্ত সব হজ এজেন্সিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সদস্যপদ গ্রহণের বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

আরএমএম/ইএ