ক্লাব বিশ্বকাপে বড় চমক দেখিয়েছে ব্রাজিলের ক্লাবগুলো। তাদের চার ক্লাবের সবকটিই টুর্নামেন্টের শেষ ষোলোতে পা রেখেছে। অন্যদিকে আর্জেন্টিনার দুই ক্লাব অংশ নিয়ে একটিও নকআউট নিশ্চিত করতে পারেনি।
Advertisement
ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। ৩২ দল থেকে টিকে রয়েছে অর্ধেক। এই ১৬ দল লড়বে শেষ ষোলো বা নকআউট পর্বে। যেখানে রয়েছে ব্রাজিলের চার ক্লাব- পালমেইরাস, বোতাফোগো, ফ্ল্যামেঙ্গো আর ফ্লুমিনেন্স। এর মধ্যে পালমেইরাস আর বোতাফোগো আবার শেষ ষোলোতে পরস্পরের মুখোমুখি হচ্ছে।
ফ্ল্যামেঙ্গো আর পালমেইরাস তাদের গ্রুপের শীর্ষে থেকে শেষ-১৬ নিশ্চিত করেছে। ফ্ল্যামেঙ্গো গ্রুপপর্বে হারিয়েছে চেলসিকে। ব্রাজিলের আরেক ক্লাব বোতাফোগো চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজিকে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয়।
ব্রাজিল থেকে আসা চারটি ক্লাবের প্রতিটি শেষ ষোলো নিশ্চিত করলেও আর্জেন্টিনার দুটি শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।
Advertisement
আর্জেন্টিনার জায়ান্ট ক্লাব বোকা জুনিয়র্স ৩ ম্যাচের একটিও জিততে পারেনি। দুইটি ড্র এবং এক ম্যাচে হেরে গ্রুপে তৃতীয় হয়ে বিদায় নিয়েছে। আরেক ক্লাব রিভার প্লেট ৩ ম্যাচে একটি করে জয়, হার এবং ড্র নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে শেষ করেছে।
এমএমআর/এমএস