দেশজুড়ে

দুই জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্ব, পাবনা-ঢাকায় বাস চলাচল বন্ধ

দুই জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্ব, পাবনা-ঢাকায় বাস চলাচল বন্ধ

পাবনা ও সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ঢাকা-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পাবনা জেলা মোটর মালিক গ্রুপ এ ধর্মঘট পালন করছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পাবনা মোটরমালিক গ্রুপ ও বাস-মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠন। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী এখনো এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

পাবনা মোটরমালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনার মালিক-শ্রমিকদের অভিযোগ, সড়কে চাঁদাবাজিসহ মাঝেমধ্যেই পাবনার বাস শ্রমিকদের মারধর করে শাহজাদপুরের বাস মালিক শ্রমিকেরা। এর প্রতিবাদে তারা এ ধর্মঘট পালন করছেন।

Advertisement

সংশ্লিষ্টরা বলছেন, শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সব বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝেমধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাসচালক ও শ্রমিকদের মারধর করেন। সবশেষ বুধবার (২৫ জুন) অপরাধ ছাড়াই পাবনার একজন শ্রমিককে মারধর করে শাহজাদপুরের বাস শ্রমিকরা। এছাড়া পাবনায় শাহাজাদপুরের বাস চলাচলের ক্ষেত্রে পাবনার মালিক ও শ্রমিক গ্রুপের কোনো নিয়ম মানেন না তারা। এছাড়া পাবনার বাস ও শ্রমিকদের ওপর নির্যাতন চালান।

এসবের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে পাবনা জেলা মোটর মালিক ও শ্রমিকরা। শুধু বাস নয়, পাবনার সব বাস কাউন্টারও বন্ধ রেখেছেন মালিকরা। এতে ঢাকাসহ এই রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাস না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। চলমান সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলছেন বাস মালিক ও শ্রমিকরা।

জেলা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু বলেন, পাবনার বাসগুলোকে তাদের আগে যেতে দেয় না। শাহজাদপুরের নবীন বরণ পরিবহনের একটি বাস তাদের ইচ্ছেমতো চলাচল করে। কোনো নিয়মের তোয়াক্কা করে না। গত বুধবার দুপুরের দিকে নবীন বরণ বাসটি সমিতির নিয়ম না মেনে গতি ধীর করে। এসময় পাবনার একটি বাস ওখানে ছিল। ওইটা ছাড়ার সময় ছিল। কিন্তু নিয়ম না মেনে আগেই নবীর বরণ পরিবহনটি ছেড়ে দেয়। এ নিয়ে পাবনার একজন শ্রমিককে মারধর করা হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন বলেও জানান তিনি।

মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, এ সমস্যা একদিনের নয়। দীর্ঘদিন ধরে তারা এভাবে আমাদের শ্রমিকদের মারধর করে ও নানাভাবে নির্যাতন চালায়। এর আগেও আমরা ধর্মঘট করেছি। এসব সমস্যার টুকটাক সমাধান হলেও স্থায়ী সমাধান মেলেনি। বারবার কথা দেওয়ার পরও শাহজাদপুরের বাস শ্রমিকরা পাবনার গাড়িতে হামলা চালায়। এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসক, পুলিশ ও সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে আমরা চিঠি দিয়েছি। এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। সমাধান না হওয়া পর্যন্ত শ্রমিকরা বাস চালাবে না। আমরাও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।

Advertisement

আলমগীর হোসাইন নাবিল/এমএন/এমএস