সোশ্যাল মিডিয়া

বিশেষ ব্যবস্থায় আমরা পরীক্ষা নিতেই পারি: মাহবুব কবীর মিলন

বিশেষ ব্যবস্থায় আমরা পরীক্ষা নিতেই পারি: মাহবুব কবীর মিলন

দেরী করে কেন্দ্রে যাওয়ায় পরীক্ষা দিতে না পারা সেই এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

Advertisement

মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘এরকম একটি অসহায় বাচ্চার চোখের পানির কারণে তো একটা রাষ্ট্র ব্যবস্থায় নতুন করে নীতিমালা করা দরকার। এরকম একটা অসহায় বাচ্চার পুরো একটা বছর নষ্ট করা থেকে বাঁচাতে তো পুরো দেশবাসীর যুদ্ধ করা দরকার।’

আরও পড়ুন এভারেস্ট জয়ে নেটদুনিয়ায় শাকিলকে অভিনন্দন সান্ডা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই

তিনি লিখেছেন, ‘পাবলিক পরীক্ষায় তো এমন ঘটনা অনেক বাচ্চার জীবনেই ঘটতে পারে। আমাদের অসহায় সন্তানদের চোখের পানির মূল্য যদি এখনো আমরা দিতে না পারি, তবে কি আমরা নিজেদের সভ্য বলে দাবি করতে পারি!’

মিলন আরও লিখেছেন, ‘এরকম দুর্যোগ কারো জীবনে নেমে এলে প্রমাণ সাপেক্ষে তো বিশেষ ব্যবস্থায় আমরা নতুন প্রশ্ন দিয়ে তাদের পরীক্ষা নিতেই পারি। কোনো আইন বা সংবিধান লঙ্ঘন হবে কি তাতে! কল্যাণ সৃষ্টি করাই তো একটি কল্যাণকর রাষ্ট্রের মূল কাজ।’

Advertisement

এসইউ/এএসএম