নেত্রকোনার আটপাড়ায় অস্ত্র ও মাদকসহ দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। উপজেলার ইটাখলা গ্রামে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
তারা হলেন- ইটাখলা গ্রামের ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনাম আহমেদ বাবু (২৯), একই গ্রামের সুমন মিয়া (৩০) এবং বানিয়াজান ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ইমরান হাসান (২৬)। তাদের কাছ থেকে পাঁচটি দেশীয় অস্ত্র, দুটি মোবাইল, মাদকসেবনের সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ওমর ফারুকের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সমন্বয়ে বুধবার রাত দেড়টার দিকে ইটাখলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার আটপাড়া থানায় পুলিশ মামলা করে। পরে গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়।
Advertisement
এইচ এম কামাল/জেডএইচ/জিকেএস