চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন ৮০ হাজারেরও বেশি মানুষ। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে অঞ্চলটিতে ‘ব্যতিক্রমধর্মী’ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
Advertisement
বৃহস্পতিবার (২৬ জুন) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, গুইঝৌর রোংজিয়াং কাউন্টিতে মঙ্গলবার থেকে ভয়াবহ বন্যা শুরু হয়। কর্তৃপক্ষ উচ্চমাত্রার জরুরি বন্যা সতর্কতা জারি করে এবং ৮০ হাজার ৯০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।
রোংজিয়াংয়ের বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তরের বরাতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছয়জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, কয়েকটি শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো, বাধাগ্রস্ত হয়েছে যান চলাচল ও যোগাযোগ ব্যবস্থা। বহু মানুষ বন্যার পানিতে আটকা পড়েছে।
Advertisement
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পানির স্তর এখন সতর্কসীমার নিচে নেমে এসেছে। উদ্ধার অভিযান ও পুনর্গঠনের কাজ চলছে।
এদিকে, বৃহস্পতিবার সকালে হাইনান দ্বীপে একটি ট্রপিক্যাল ডিপ্রেশন (হালকা মাত্রার ঘূর্ণিঝড়) আঘাত হানে। এটি ধীরে ধীরে দক্ষিণ চীন সাগর পেরিয়ে আবার গুয়াংডং প্রদেশে দ্বিতীয়বার আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে চীনা আবহাওয়া অধিদপ্তর।
সূত্র: আল-জাজিরাকেএএ/
Advertisement