জাতীয়

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় এবি পার্টির নিন্দা

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় এবি পার্টির নিন্দা

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এক বিবৃতিতে দলটি এ ঘটনার জন্য রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছে।

Advertisement

শুক্রবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এবি পার্টির নেতারা বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছিল। অথচ কিছু রাজনৈতিক পরিচয়ধারী দুর্বৃত্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে গণঅভ্যুত্থান-পূর্ববর্তী নৈরাজ্য অবস্থায় ফিরিয়ে নিতে চায়।

বিবৃতিতে নেতারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম সাংবিধানিক দায়িত্ব। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও অপরাধ দমন করতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। রাজধানীর মত স্পর্শকাতর এলাকায় এমন নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে প্রশাসনিক ব্যর্থতা কতটা গভীর।

দ্রুত সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশব্যাপী সমন্বিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে এবি পার্টি। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে দলটি।

Advertisement

নেতারা নিহত মোহাম্মদ সোহাগের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তারা দ্রুত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এএএম/এমআইএইচএস/এএসএম