অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, বাঁধের কাজের মান খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। আগামী সপ্তাহে পানিসম্পদ উপদেষ্টাও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আসবেন। ফেনীবাসী যারা ভুক্তভোগী তাদের সঙ্গে আলোচনা করেই সব করা হবে। স্থায়ীভাবে সমাধানের জন্য সব ধরনের পরিকল্পনা রয়েছে। কাজের মান খারাপ হলে যারা কাজ করেছে তাদের জবাব দিতে হবে।
Advertisement
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সার্কিট হাউজে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্যোগে ঐক্যবদ্ধ থাকার প্রশংসা করে ফারুক-ই-আজম বলেন, গেলো বছরের বন্যায় আমরা দেখেছি সারাদেশের প্রাণ যেন ফেনীতে এসে থমকে দাঁড়িয়েছিল। সংকটকালে মানুষ কীভাবে এক ও অবিচ্ছেদ্য হতে পারে সেটি আমি দেখেছিলাম। এমনিতেই বিপদ দেখলে এগিয়ে যাওয়া আমাদের স্বভাবজাত প্রবৃত্তি। এ দেশের মানুষ সম্মিলিত প্রচেষ্টায় সকল বিপদ মোকাবিলা করেছে।
তিনি বলেন, আমরা যে সংকট মোকাবিলা করছি তা প্রাকৃতিক সংকট। এগুলোর জন্য আমরা দায়ী না। জলবায়ুর ক্ষেত্রে আমাদের প্রভাব একেবারেই নেই। উন্নত দেশগুলোর কারণে জলবায়ুর এমন রুদ্ররূপ আমাদের দেখতে হচ্ছে। এখানকার সমস্যাগুলো আমি শুনেছি। সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করবো। সরকারও এসব নিয়ে আন্তরিক।
Advertisement
জলাবদ্ধতা নিরসন ও অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, মার্কেট অনেক তৈরি করা যাবে। কিন্তু আগে মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে। চট্টগ্রামেও আপসহীনভাবে সরকার জলাবদ্ধতা নিরসনে এমন অবৈধ দখল উচ্ছেদ করছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এসময় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম
Advertisement