রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আট আসামির জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
Advertisement
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- আদর আক্তার, উদয় হাসান, হৃদয়, ইমু, কামাল, অন্তরা, রানা ও রতন।
রোববার (১৩ জুলাই) উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান দুই হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান তারা। শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. জিন্নাত বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
মামলা সূত্রে জানা যায়, গত ২১ মে রাতের আঁধারে পিস্তল, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে ডিআরইউতে হামলা চালায় সন্ত্রাসী জাকির হোসেন, বিউটি খাতুন, আদর আক্তার, উদয় হাসান, হৃদয়, অন্তরা, ইমু, রানা, কামাল ও রতনসহ অজ্ঞাত প্রায় ৫০ জন সন্ত্রাসী।
এ সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গত ২২ মে স্থানীয় জাকির হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। প্রশাসনিক কর্মকর্তা সোলাইমান হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করেন।
এমআইএন/এমএএইচ/
Advertisement