রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এঘটনায় ব্যবসায়ীদের হামলায় শেকৃবির এক শিক্ষার্থী আহত হয়েছেন।
Advertisement
রোববার (১৩ জুলাই) আগারগাঁওয়ের বিএনপি বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেকৃবির এক শিক্ষার্থী বিএনপি বাজারে মাছ কিনতে গেলে তাকে ট্যাংরা মাছের টাকা নিয়ে সঙ্গে পুঁটিমাছ মিক্স করে দেন এক ব্যবসায়ী। এর প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডা জড়ান ব্যবসায়ীরা। পরে আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে তাদের ওপর দলবদ্ধভাবে হামলা করেন ব্যবসায়ীরা। এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও জানা যায়, এ ঘটনায় আরেক শিক্ষার্থীকে ব্যবসায়ীরা আটকে রাখলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীরা একত্রিত হয়ে ওই বাজার যায়। কিন্তু শিক্ষার্থীরা যাওয়ার আগেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেরেবাংলা নগর থানা থেকে তাদের সহপাঠীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন।
Advertisement
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, এ বিষয়ে মামলা। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বলেন, আমাদের এক শিক্ষার্থী বিএনপি বাজারে মাছ কিনতে গেলে তার কাছ থেকে ট্যাংরা মাছের টাকা নিয়ে মিক্স করে সঙ্গে পুঁটিমাছও দেয়। এটা নিয়ে প্রতিবাদ করায় তারা ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করে। পরে আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে তারা দলবদ্ধভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করে।
এঘটনায় বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাইদ আহম্মেদ/এমএএইচ/
Advertisement