ক্যাম্পাস

জবির বঙ্গমাতা হলের নতুন নাম নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল

জবির বঙ্গমাতা হলের নতুন নাম নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০১তম সিন্ডিকেট সভায় একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হলের নতুন নাম রাখা হয়েছে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’।

Advertisement

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

দেশগঠনে সমন্বিত প্রয়াসের আহ্বান রাষ্ট্রবিজ্ঞানীদের ধর্ষণ মামলায় শাবিপ্রবির দুই শিক্ষার্থী আজীবন বহিষ্কার

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০১তম সিন্ডিকেট সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল রাখা হলো।

Advertisement

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি খুলে ফেলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নামফলক। এ সময় নতুন নাম হিসেবে নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হল, ফেলানী ছাত্রী হল, মাহমুদা স্মৃতি হল, রিয়া গোপ ছাত্রী হল নাম রাখার প্রস্তাব দেন শিক্ষার্থীরা।

টিএইচকিউ/কেএসআর/এমএস