জাতীয়

চট্টগ্রামে সাবেক এমপি নদভীর পিএস আটক

চট্টগ্রামে সাবেক এমপি নদভীর পিএস আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাসেল উদ্দীনকে আটক করেছে পুলিশ। তিনি সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

Advertisement

শনিবার (১২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

১০ মাসে সাড়ে সাত হাজার গ্রেফতার, ৫০০ অস্ত্র উদ্ধার: র‌্যাব নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

পুলিশ জানায়, রাসেল উদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Advertisement

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার অভিযোগে করা মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

কেএসআর/এমএস