আলোচিত গোরখোদক মনু মিয়ার বিধবা স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।
Advertisement
শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে মনু মিয়ার বাড়িতে যান ইউএনও। সেখানে তিনি মনু মিয়ার স্ত্রী রহিমা বেগমের খোঁজখবর নেন ও পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
আরও পড়ুন:
কবর খুঁড়তে ছুটে যাওয়া মনু মিয়ার ঘোড়াটিকে মারলো কারা ঘোড়ার শোকেই শেষ ঠিকানায় পাড়ি দিলেন সেই মনু মিয়াইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, মনু মিয়ার পরিবারের পাশে সব সময় থাকার চেষ্টা করবো। যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।
Advertisement
তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে মনু মিয়ার সংগ্রামী জীবনের কথা জানার পর মানবিক কারণে এক লন্ডন প্রবাসী সহায়তার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি তিনি নিজেও এই মানবিক উদ্যোগে অংশ নেন।
প্রতিবেশীদের উপস্থিতিতে ইউএনও মনু মিয়ার স্ত্রীর হাতে নগদ অর্থ সহায়তা হিসেবে ৬২ হাজার টাকা তুলে দেন। এর মধ্যে লন্ডন প্রবাসীর পাঠানো ৫২ হাজার টাকার সঙ্গে ইউএনও ব্যক্তিগতভাবে যুক্ত করেন আরও ১০ হাজার টাকা।
এসময় মনু মিয়ার বড় ভাই মো. সাইদুর রহমান, জয়সিদ্দি ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম, জয়সিদ্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসকে রাসেল/এমএন/এমএস
Advertisement