সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) উদ্যোগে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের সহযোগিতা এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে সড়ক নিরাপত্তা কার্যক্রমের ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়।
Advertisement
মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদরদপ্তরে গণমাধ্যমকর্মীদের হাতে ফেলোশিপের সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার ও ডিআরএসপির প্রজেক্ট লিডার ইয়োশিহিসা আসাদা।
প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে মোট চারজন সাংবাদিককে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
অনলাইন ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন জাগো নিউজের তৌহিদুজ্জামান তন্ময়, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক সময়ের আলোর ইমরান রহমান ও ডেইলি স্টারের আরাফাত রহমান এবং টেলিভিশন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের অ্যাওয়ার্ড পেয়েছেন ডিবিসি নিউজের মোহন ইসলাম।
Advertisement
ডিআরএসপি জানায়, গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) মিডিয়া ফেলোশিপ প্রোগ্রাম চারজন সাংবাদিক সফলভাবে সম্পন্ন করেছেন। এই সময়ের মধ্যে তারা ট্রাফিক নিরাপত্তা সম্পর্কিত সমাধান সাংবাদিকতার ওপর ভিত্তি করে দুটি প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদন দুটিতে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখবে।
ডিএমপি সূত্রে জানা গেছে, তৌহিদুজ্জামান তন্ময় জাগো নিউজে সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা নিয়ে দুটি প্রতিবেদন করেছিলেন। প্রথম প্রতিবেদনটি ‘জাইকা-ডিএমপি: ‘ডার্ক সফটওয়্যার’ কমাবে ঢাকার সড়ক দুর্ঘটনা’ আর দ্বিতীয়টি ছিল ‘ঢাকায় ট্রাফিক সচেতনতায় অগ্রদূত শিক্ষার্থীরা’।
আরও পড়ুন
‘ডার্ক সফটওয়্যার’ কমাবে ঢাকার সড়ক দুর্ঘটনা ঢাকায় ট্রাফিক সচেতনতায় অগ্রদূত শিক্ষার্থীরাতৌহিদুজ্জামান তন্ময় অনুসন্ধানী প্রতিবেদনসহ জাতীয় ও গুরুত্বপূর্ণ বিভিন্ন ইভেন্ট কাভার করেছেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, রোহিঙ্গা, মানবপাচার ও মাদকপাচার, নারী ও শিশুপাচার, ফিন্যান্সিয়াল ক্রাইম, সাইবার ক্রাইম ও নতুন নতুন অপরাধ নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেন তৌহিদুজ্জামান তন্ময়। প্রতিবেদনগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়।
Advertisement
পেশাদার সাংবাদিক হিসেবে তৌহিদুজ্জামান তন্ময় ডিআরইউ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের (কেডিজিএফ) সদস্য।
গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বর্ষসেরা ক্রাইম রিপোর্টারের পুরস্কার এবং নভেম্বরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পুরস্কার অর্জন করেন তিনি।
টিটি/এমকেআর/এএসএম