অর্থনীতি

২৫-২৬ জুন চলবে কলমবিরতি, ২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউন

২৫-২৬ জুন চলবে কলমবিরতি, ২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান চেয়ারম্যানকে অপসারণ ও নিপীড়নমূলক বদলি আদেশ বাতিলের দাবিতে আগামী ২৫ ও ২৬ জুন অবস্থান কর্মসূচি ও কলমবিরতি চলবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার (২৪জুন) আগারগাঁওয়ের এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলন থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সকাল থেকে এনবিআর চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা।

Advertisement

আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে দুপুর ২টা পর্যন্ত দেশের সব রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলে। একই সঙ্গে চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ৪৪ আমলার (যার ছয়জনকে এরই মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে) তালিকায় ও নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি যথারীতি চলবে।

আরও পড়ুন ২৮ জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা বাড়তি ভ্যাটের চাপে প্লাস্টিক খাত

যার অংশ হিসেবে আগামী ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যাতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে ঢাকাস্থ ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি এবং ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলবে। পাশাপাশি চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ চলবে।

Advertisement

সংবাদ সম্মেলনে বলা হয়, এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে আগামী ২৭ জুনের মধ্যে অপসারণ না করা হলে আগামী ২৮ জুন থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভুত থাকবে।

এসএম/এমআইএইচএস/এএসএম