অতীতে কারা কী বলেছে, বর্তমানে কী বলছে, ঘনঘন কারা তাদের অবস্থান পরিবর্তন করছে সেটি জনগণকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, বিএনপি আজকে থেকে আরও তিন মাস আগে জুলাই সনদের ব্যাপারে নিজেদের অবস্থান, মতামত, বক্তব্য সব কিছু ব্যাখা করে লিখিতভাবে দিয়েছে।
Advertisement
শনিবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে গণঅভ্যুত্থানে ছাত্রদলের শহীদ পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রদলের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠনটির ১৪২টি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জুলাই সনদের ব্যাপারে শহীদ পরিবারের প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, আমরা একটি রাজনৈতিক দল। এই মুহুর্তে আমরা দেশ পরিচালনার দায়িত্বে নেই। রাজনৈতিক দল হিসেবে তিন মাস আগে সরকার যখন চেয়েছে আমরা তাদের কাছে দিয়েছি। এটি এখন সম্পূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। রাজনৈতিক অবস্থান থেকে আমরা হয়তো বা জিনিসটাকে এভাবে দেখব।
তিনি বলেন, যখন আমরা দেখছি কোনো কোনো আইডিয়াকে ফ্লপ করার চেষ্টা করা হচ্ছে, কোনো কিছুকে লুকানো হচ্ছে। তখনই কিছু নন-ইস্যুকে ইস্যু করে বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে। পুরো দেশবাসীর সামনে পরিষ্কারভাবে আমি বলতে চাই, দেশ কারও একক না, একক কোনো রাজনৈতিক দলের না। দেশ সবার, ২০ কোটি মানুষের।
Advertisement
আরও পড়ুন
ভিডিওতে দেখা হত্যাকারীকে গ্রেফতার করছে না কেন, প্রশ্ন তারেকের বিএনপি কোনোদিন অন্যায়কে সমর্থন করে না, সোহাগ হত্যা প্রসঙ্গে ফখরুলদেশের ২০ কোটি মানুষের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশটা যেহেতু আমাদের, রক্ষা করার দায়িত্বও আমাদের। এ দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে। দেশের মধ্যে কারা কী করছে, কারা কী ভূমিকা রাখছে, অতীতে কারা কী বলেছে, বর্তমানে কী বলছে, ঘনঘন কারা তাদের অবস্থান পরিবর্তন করছে সেটি আপনাদের খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এমএইচএ/এএমএ/এমএস
Advertisement