নড়াইলের লোহাগড়ায় চলতি বছর ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে পরীক্ষা দিয়ে ‘কৃষিশিক্ষায়’ অকৃতকার্য হয়েছেন এক শিক্ষার্থী। এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের কারিগরি শাখার এক শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে।
Advertisement
জানা যায়, উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে কারিগরি শাখায় (ইলেকট্রিক্যাল) নবম শ্রেণিতে ভর্তি হন ওই শিক্ষার্থী। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। ১৫ বিষয়ে পরীক্ষা দিয়ে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে অকৃতকার্য হন। তবে ফলাফল সিট অনুযায়ী কৃষিশিক্ষায় ‘এ’ গ্রেড পান। ২০২৪ সালে অকৃতকার্য হওয়া ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সেবারও ওই বিষয়ে পাস করতে পারেননি। তবে যথারীতি কৃষিশিক্ষার ফলাফল ছিল অপরিবর্তিত।
আরও জানা যায়, ২০২৫ সালে তিনি আবারও এ বিষয়ে পরীক্ষা দেন। তবে এবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে তিনি ওই বিষয়ে পাস করলেও ‘কৃষিশিক্ষায়’ তাকে ফেল দেখিয়ে, সামগ্রিক ফলাফলে তাকে পাস দেখিয়ে গ্রেড পয়েন্ট এভারেজ GPA ৪.১৪ প্রকাশ করা হয়।
এ বিষয়ে ওই শিক্ষার্থী বলেন, আমি ২০২৫ সালে শুধুমাত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টিতে পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করি এবং টাকা জমা দিয়েছিলাম। পরে আমি শুধুমাত্র ওই বিষয়টিতে পরীক্ষাও দিয়েছি। বোর্ডের দেওয়া ফলাফলে আমি ওই বিষয়ে এ মাইনাস (A-) পেয়েছি। কিন্তু কৃষিশিক্ষায় আমাকে ফেল দেখানো হচ্ছে। আমি তো কৃষিশিক্ষায় পরীক্ষাই দিইনি। প্রথমে রেজাল্ট শিট দেখে কিছু বুঝতে না পারলেও পরে বিষয়টি দেখতে পাই। মানসিকভাবে চাপে আছি, স্যারদের সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা পাইনি।
Advertisement
হাফিজুল নিলু/এফএ/এমএস