ব্রুনাই শ্রমবাজার উন্মুক্ত করে সব এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন।
Advertisement
মঙ্গলবার (২৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্রুনাই শ্রমবাজারের সংকট ও সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা বায়রা সদস্যরা অতি কষ্টে ‘ব্রুনাই শ্রমবাজার’ সম্প্রসারণ করতে সক্ষম হয়েছিলাম। দুঃখের বিষয় হঠাৎ করে ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশ এর সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে কালো টাকা আত্মসাতের জন্য কৌশলে বায়রা সদস্যদের মৌলিক অধিকার হরণ করে একমাত্র সরকারি প্রতিষ্ঠান ‘বোয়েসেল’ এর মাধ্যমে ব্রুনাই দারুসসালামে কর্মী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। যার ফলে আমরা যারা ব্রুনাই দারুসসালামে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতাম তারা মারাত্মক ক্ষতির মুখে পড়ি।
অনুষ্ঠানে লিখিত বক্তব্যে ‘ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন’ এর সভাপতি ইকরাম চৌধুরী বলেন, ব্রুনাইয়ে বেসরকারিভাবে লোক পাঠাতে না দেওয়া বায়রা সদস্যদের মৌলিক অধিকার হরণের শামিল। এই সিদ্ধান্ত বাতিলের জন্য এবং বোয়েসেলের পাশাপাশি আমরা যারা বায়রা সদস্য আছি তাদেরও ব্রুনাই দারুসসালামে শ্রমিক পাঠানোর অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বিএমইটির ডিজির সাথে দেখা করে আমাদের দাবি উত্থাপন করেও কোনো সুবিচার পাইনি।
Advertisement
বোয়েসেল চাহিদা পূরণ করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, ব্রুনাই দারুসালামে প্রচুর কর্মীর চাহিদার বিপরীতে ‘বোয়েসেল’ মাত্র ২ শতাংশ শ্রমিক পাঠাতে সক্ষম। এমতাবস্থায়, ব্রুনাই দারুসসালামের সুন্দর বাজারটি বোয়েসেলের গদাই লস্করি সরকারি ব্যবস্থাপনার জন্য হাতছাড়া হয়ে বাংলাদেশ হারাতে যাচ্ছে রেমিট্যান্স। দেশ ও জাতির কল্যাণে ও স্বার্থে এই অচলাবস্থা নিরসনে সরকারি আমলাতন্ত্রের বিরুদ্ধে ‘ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন’ এর পক্ষ থেকে দেশ ও জাতিকে বিষয়টি মিডিয়ার মাধ্যমে অবহিতকরণের লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন।
তিনি আরও বলেন, আমাদের জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগসাজশে ব্রুনাই দারুসসালামে বোয়েসেল একতরফাভাবে শ্রমশক্তি রপ্তানিতে জড়িত হয়ে আমাদের যে কারণে রিক্রুটিং লাইসেন্স দেওয়া হলো তা অস্বীকার করে সরকার নিজেই ব্যবস্থা শুরু করে আমাদের মৌলিক অধিকার হরণ করেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন দেলোয়ার চৌধুরী, সাংগঠনিক ও আইন সম্পর্কিত সম্পাদক মো. নুরুল আলম, বায়রা, আটাব ও হাবের অন্যতম নেতা লায়ন্সের প্রাক্তন কাউন্সিল চেয়ারপার্সন ও জেলা গভর্নর লায়ন এম এ রশিদ শাহ সম্রাট ও সংগঠনের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন।
আরএএস/এমআরএম/জেআইএম
Advertisement