দেশের ব্যাডমিন্টন ইতিহাসে সবচেয়ে বেশি ১০ লাখ টাকা প্রাইজমানির জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে সোমবার। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপি এই আসরে দেশের ৬৩ জেলা, ১০টি করে বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ডের সর্বমোট ৪৫৭ জন শাটলার অংশ নেবেন। যাদের মধ্যে ৩৭৭জন পুরুষ ও ৮০জন নারী শাটলার রয়েছেন।
Advertisement
সিনিয়রদের নিয়ে এই আসরে ১৬ বছরের নীচের কোন শাটলার অংশ নিতে পারছে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন জানান,‘উর্ধ্ব-১৬ শাটলাররাই এই টুর্নামেন্টে খেলতে পারবেন। এমন নিয়ম থাকলেও আগে তা মানা হতো না। এবার আমরা যাচাই বাছাই করেই উর্ধ্ব-১৬ শাটলারদের সুযোগ দিচ্ছি।’
সবচেয়ে বেশি টাকার প্রাইজমানি জাতীয় চ্যাম্পিয়নশিপে যুক্ত করার কারণ হিসেবে সুমন বলেন, ‘বাংলাদেশের ব্যাডমিন্টনের ইতিহাসে ঘরোয়া কোন আসরের সবচেয়ে বেশি প্রাইজমানির টুর্নামেন্ট। শাটলারদের অনুপ্রাণিত করার জন্যই আকর্ষয়নীয় প্রাইজমানির ব্যবস্থা করা হয়েছে।’
সোমবার বিকেল সাড়ে পাঁচটায় আসরের আসরের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট এবং সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেনসহ অনেকেই উপস্থিত থাকবেন।
Advertisement
আরআই/আইএইচএস/