পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যার শিকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) ‘হিন্দু’ দাবি করে সংবাদ প্রচার করেছে ভারতের দুটি প্রভাবশালী সংবাদমাধ্যম। রোববার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে এমন ভুয়া দাবি তুলে সংবাদ প্রচার করেছে।
Advertisement
এনডিটিভি তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে গণপিটুনি, মরদেহের ওপর হামলাকারীদের নাচ’। অন্যদিকে ইন্ডিয়া টুডে তাদের শিরোনাম দিয়েছে, বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে কংক্রিটের স্ল্যাব দিয়ে পিটিয়ে হত্যা, শরীরের ওপর নাচছেন হামলাকারীরা’
গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লালচাঁদ ওরফে সোহাগ নামের ওই ব্যবসায়ীকে একদল সন্ত্রাসী পিটিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যা করে।
শনিবার (১২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ভাঙারি ব্যবসা এবং দোকানে কারা ব্যবসা করবে সেটা নিয়ে দ্বন্দ্ব চলছিল।
Advertisement
হত্যাকাণ্ডের শিকার সোহাগ ও যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তারা এ দ্বন্দ্বের সঙ্গে সম্পর্কিত। তারা একসঙ্গে কিছুদিন ব্যবসা করেছেন। ব্যবসার লেনদেন নিয়ে দ্বন্দ্ব তৈরি হলে তারা বিবাদে লিপ্ত হন এবং এই ঘটনা ঘটেছে।
এসএএইচ/টিটিএন