জাতীয়

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা

রুট নির্ধারণের দাবিতে টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধের পর রাজধানীর বনানী সড়কের অবস্থান ছেড়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে উত্তরা থেকে মহাখালী রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertisement

রোববার (১৩ জুলাই) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৬টার পর আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেন। এখন যান চলাচল শুরু হয়েছে।

এদিন, দুপুর ১২টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

আন্দোলন চলাকালে পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে সড়কের অবস্থান ছাড়ার অনুরোধ করা হলেও অবস্থান ছাড়তে নারাজ ছিলেন আন্দোলনকারীরা।

Advertisement

তখন উপস্থিত পুলিশ সদস্যরা মাইকে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আপনারা আলোচনার পথ খোলা রাখুন। আবারও আলোচনায় বসুন। প্রয়োজনে বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলুন। প্রয়োজনে মন্ত্রণালয়ে কমিটি করে আপনাদের প্রতিনিধি দিন। তারা গিয়ে কথা বলুক। আলোচনার কোনো বিকল্প নেই। দয়া করে আপনারা রাস্তা থেকে সরে আসেন। রাস্তা ফ্রি করে দেন। এটাই আপনাদের প্রতি অনুরোধ।

কেআর/এমকেআর/জিকেএস