সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৩৯ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৪ জুন) ভোরে সিলেটের সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে তাদেরকে পাঠানো হয়। এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।
Advertisement
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে পাঠায় বিএসএফ সদস্যরা। তাদের মধ্যে তিনটি পরিবারের নারী, পুরুষ ও শিশু রয়েছেন। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
অন্যদিকে, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে ঠেলে পাঠানো হয়। তাদের মধ্যে তিনটি পরিবারের নারী পুরুষ ও শিশু রয়েছেন। তারাও বিজিবির হেফাজতে রয়েছে। আটক ২০ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম ও ১ জনের বাড়ি পাবনা জেলায়।
Advertisement
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, আটকরা বিভিন্ন সময়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। সীমান্ত দিয়ে পাঠানোর তাদের আটক করেছে বিজিবি। আটকদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আহমেদ জামিল/সিলেট/জেআইএম