চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান ও দুবাই ফেরত দুই যাত্রীর কাছ থেকে অবৈধ বিউটি ক্রিম মোবাইল সিগারেট জব্দ করেছে বিমানবন্দর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বিমানবন্দর নিরাপত্তা বিভাগ ও বিমানবাহিনী টাস্কফোর্স।
Advertisement
বুধবার (১৮ জুন) সকাল সোয়া ৯টায় ওমান থেকে আসা সালাম এয়ারের যাত্রী মোহাম্মদ আবু নাছের এবং দুপুর সাড়ে ১২টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যাত্রী মিন্টু দেবনাথ থেকে এসব আমদানিনিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি বলেন, দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ১৬০ কার্টন বিদেশি সিগারেট, ১০টি মোবাইল সেট এবং ১৪০টি গৌরী ব্র্যান্ডের বিউটি ক্রিম। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ২ হাজার টাকা। এসব পণ্য কাস্টমস কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Advertisement
জানা গেছে, ওমান থেকে সকাল ৮টা ৩২ মিনিটে শাহ আমানতে অবতরণ করে সালাম এয়ারের ‘ওভি-৪০১’ এবং বেলা ১১টা ১২ মিনিটে অবতরণ করে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি-১২৮’ ফ্লাইটটি।
এসব ফ্লাইট আসার পর গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা ২০ মিনিটে এবং দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দরের এনএসআই, নিরাপত্তা বিভাগ ও বিমানবাহিনীর টাস্কফোর্স অভিযান চালিয়ে দুই যাত্রীকে তল্লাশি করে আমদানি নিষিদ্ধ সিগারেট, মোবাইল সেট ও বিউটি ক্রিম উদ্ধার করে।
ওমান থেকে আসা যাত্রী আবু নাসেরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে এবং অন্য যাত্রী মিন্টু দেবনাথের বাড়ি নগরীর চান্দগাঁওয়ে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এমডিআইএইচ/এমআরএম/জিকেএস
Advertisement