ক্যাম্পাস

জবিতে পাণ্ডুলিপি প্রকাশনা চুক্তি সই, ২ গবেষণা বই আকারে প্রকাশ

জবিতে পাণ্ডুলিপি প্রকাশনা চুক্তি সই, ২ গবেষণা বই আকারে প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গবেষণা গ্রন্থ প্রকাশকে উৎসাহিত করতে পাণ্ডুলিপি প্রকাশনা সংক্রান্ত চুক্তি সই করেছেন সংশ্লিষ্ট লেখকরা। বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের (পিআরআইপি) উদ্যোগে দুটি গবেষণাধর্মী বই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

বই আকারে প্রকাশিত পান্ডুলিপির মধ্যে রয়েছে— ‘স্মার্টফোন অ্যাডিকশান ইন বাংলাদেশ: হাউ স্কুল-চিল্ড্রেন আর অ্যাফেক্টেড’, যা সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেক মাহমুদ ও অধ্যাপক ড. ফারহানা জামানের যৌথ গবেষণাকর্ম। অপর গ্রন্থটি হলো ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহর গবেষণালব্ধ ‘বাংলা ভাষা ও সাহিত্যে হাদিস চর্চা’।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পিআরআইপি পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক এবং প্রকাশিত গ্রন্থের লেখকরা।

Advertisement

তৌফিক হোসেন/এমআরএম/এএসএম