ময়মনসিংহের হালুয়াঘাটে দুই বছরের শিশু সন্তানকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে মো. নুরুল আমিন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মো. নুরুল আমিনকে আটক করেছে পুলিশ।
Advertisement
বুধবার (১৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম আইয়ুব আলী। সে ওই গ্রামের নুরুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। বুধবার বেলা ৩টার দিকে হঠাৎ করে তিনি স্ত্রী জেসমিনকে মারধর করেন। একপর্যায়ে আইয়ুব আলীকে টেনে-হিঁচড়ে নিজ ঘরে নিয়ে যান তিনি। এরপর প্রায় চারঘণ্টা কাউকে ঘরের কাছে যেতে দেননি। কেউ কাছে এলে তাদের মেরে ফেলার হুমকি দেন। সন্ধ্যায় শিশুটির কোনো সাড়াশব্দ না পাওয়ায় এলাকাবাসীর সহায়তায় পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে শিশুটিকে খুঁজতে থাকেন। ঘরের এক কোণে মাটি খোঁড়া দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
Advertisement
এসময় নিজের ছেলেকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখার ঘটনা স্বীকার করে থানায় জানানো হয়। রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে গর্ত খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান হারুন বলেন, শিশুটির মাথা ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত নুরুল আমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জিকেএস
Advertisement