আন্তর্জাতিক

ট্রাম্পের দাবি অস্বীকার করলো ইরান

ট্রাম্পের দাবি অস্বীকার করলো ইরান

ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউজে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছে বলে করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন। এক্সে (পূর্বে টুইটার) দেওয়া বিবৃতিতে ট্রাম্পের এই দাবি ‘মিথ্যা’ বলে দাবি করে তারা।

Advertisement

বিবৃতিতে ইরানের মিশন আরও বলে, কোনো ইরানি কর্মকর্তা কখনো হোয়াইট হাউজের দরজায় নতজানু হয়ে বৈঠকের অনুরোধ করেননি। বিবৃতিতে আরও লেখা হয়, ট্রাম্পের মিথ্যার চেয়েও ঘৃণ্য হচ্ছে ‘ইরানের সর্বোচ্চ নেতাকে সরিয়ে দেওয়ার’ কাপুরুষোচিত হুমকি।

ট্রাম্পের দাবি ছিল, ইরানি কর্মকর্তারা তার সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করেছেন। এর জবাবে ইরান মিশন আরও জানায়, ইরান কখনো জোর-জবরদস্তির মধ্যে শান্তি চায় না, আলোচনায় বসেও না। বিশেষ করে, সেই যুদ্ধবাজের সঙ্গে নয়, যিনি এখন রাজনৈতিক গুরুত্ব হারিয়ে পুনরায় নিজেকে জোর করে প্রাসঙ্গিক করতে চাইছেন।

জাতিসংঘে ইরানি মিশনের এই বিবৃতির সঙ্গে বুধবার (১৮ জুন) দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যকেই ইঙ্গিত করে। এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি বলেন, ইরানিরা হুমকির ভাষায় কথা শুনতে অভ্যস্ত নয়। ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো, চাপিয়ে দেওয়া শান্তিরও বিরোধিতা করবে।

Advertisement

তিনি আরও বলেন, এই জাতি কারও চাপের মুখে কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরান ও তার ইতিহাস সম্পর্কে জানে, তারা জানে- হুমকির ভাষায় ইরানিদের কিছু বোঝানো যায় না।

এদিকে, ইসরায়েল কয়েক দফায় পরমাণু স্থাপনায় হামলা চালিয়েও কোনো ক্ষতি করতে পারেনি বলে দাবি করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি। তিনি বলেন, দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে। আমাদের কর্মীরাও তাদের দায়িত্বে অবিচল রয়েছেন ও নিজ নিজ ‘দুর্গে’ অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছেন।

এসলামি আরও বলেন, ইরানি জনগণের মধ্যে গর্ব ও শক্তি কোনো অভাব নেই। তারা কখনো বাইরের শক্তির কাছে নতি স্বীকার বা আত্মসমর্পণ করেনি।

সূত্র: আল জাজিরা

Advertisement

এসএএইচ