ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবার স্বস্তির ঈদযাত্রা লক্ষ্য করা গেছে। সড়কের মিরসরাই উপজেলার ধুমঘাট থেকে সীতাকুণ্ডের সিটি গেট পর্যন্ত কোনো যানজট দেখা যায়নি। তবে মানুষের চাপ রয়েছে।
Advertisement
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের মিরসরাই-সীতাকুণ্ডের ৬০ কিলোমিটারে সড়কের ওপর বা ঘেঁসে পশুর হাট না বসায় যানজট দেখা যায়নি। তবে বৃহস্পতিবার (৫ জুন) যানবাহনের চাপ খুব বেশি ছিল। আজ শুক্রবার (৬ জুন) চাপ কিছুটা কমে এসেছে।
মিরসরাই থানা পুলিশ সূত্র জানায়, এবার ঈদে যাত্রীদের বিড়ম্বনা ও ছিনতাইয়ের উৎপাত কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের কয়েকটি স্থানকে চিহিৃত করে পুলিশ রাত-দিন ডিউটি করছে।
মিরসরাই উপজেলার দামপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, মাত্র ১ ঘণ্টায় একেখান থেকে কমলদহ এলাকায় এসে নামলাম। মহাসড়কে প্রচুর গাড়ি চলাচল করছে। কিন্তু যানজট চোখে পড়েনি।
Advertisement
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটলে যানজট হওয়ার সুযোগ নেই। প্রত্যেক পয়েন্টে আমাদের পুলিশ অবস্থান করছে। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পয়েন্টকে অগ্রাধিকার দিয়ে কাজ চলছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মহাসড়কের আমার থানার আওতাধীন এলাকায় রাত-দিন পুলিশ ডিউটি করছে।
এম মাঈন উদ্দিন/জেডএইচ/এমএমস
Advertisement