রাজনীতি

মহাসমাবেশে আসার পথে ৬ জনের মৃত্যুতে চরমোনাই পীরের শোক

মহাসমাবেশে আসার পথে ৬ জনের মৃত্যুতে চরমোনাই পীরের শোক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৮ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশে যোগ দিতে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগর ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় নেতাকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে শ্রীনগরে পাঁচজন এবং টাঙ্গাইলে একজন নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

Advertisement

ঘটনার পর এক শোকবার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মহাসমাবেশে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আমাদের ছয়জন সঙ্গী শাহাদাতবরণ করেছেন। এটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না। এই আত্মত্যাগ আমাদের আন্দোলন আরও বেগবান করবে। আমরা তাদের পরিবারের পাশে আছি এবং সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবো।

এএএম/এমআইএইচএস/এএসএম

Advertisement