আন্তর্জাতিক

কানাডার ওপর চটেছেন ট্রাম্প, বন্ধ করলেন বাণিজ্য আলোচনা

কানাডার ওপর চটেছেন ট্রাম্প, বন্ধ করলেন বাণিজ্য আলোচনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বাতিল করেছেন। মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো টার্গেট করে কানাডার ডিজিটাল সেবা করকে স্পষ্ট হামলা আখ্যা দিয়ে তিনি আগামী সপ্তাহের মধ্যে কানাডিয়ান পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

Advertisement

ট্রাম্পের এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসার পর সম্পর্ক আবার উত্তপ্ত হয়ে উঠেছে। গত জুনে জি৭ সম্মেলনে ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ৩০ দিনের মধ্যে নতুন একটি অর্থনৈতিক চুক্তির বিষয়ে সম্মত হয়েছিলেন।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতির খবর দিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, মার্কিন উৎপাদন খাতে প্রয়োজনীয় খনিজ সরবরাহ নিয়ে চীনের সঙ্গে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

ট্রাম্পের আমলে বাণিজ্য শুল্কের হঠাৎ হঠাৎ পরিবর্তন আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করছে এবং এটি ভোক্তা ব্যয়ে প্রভাব ফেলছে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির মূল ভিত্তি।

Advertisement

ট্রাম্পের ক্ষোভের মূল কারণ হলো সোমবার থেকে কানাডা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল সার্ভিস কর (৩ শতাংশ) আদায় শুরু করতে যাচ্ছে। এর আওতায় রয়েছে অ্যামাজন, মেটা, গুগল ও অ্যাপলসহ অন্যান্য প্রযুক্তি জায়ান্ট।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, এই কর আমাদের দেশের ওপর সরাসরি ও স্পষ্ট আক্রমণ। কানাডা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত কঠিন একটি দেশ। তিনি আরও বলেন, এই করের পরিপ্রেক্ষিতে আমরা কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বন্ধ ঘোষণা করছি। আগামী সাত দিনের মধ্যে আমরা জানিয়ে দেবো, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে গেলে কত শুল্ক পরিশোধ করতে হবে।

হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কানাডা নিজেদের আচরণ ঠিক না করা পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হবে না। তার ভাষায়, আমাদের হাতে কানাডার ওপর অনেক শক্তি রয়েছে।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডা। ২০২৪ সালে কানাডা যুক্তরাষ্ট্র থেকে ৩৪৯.৪ বিলিয়ন ডলারের পণ্য কিনেছে এবং ৪১২.৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।

Advertisement

সূত্র: রয়টার্স

এমএসএম