চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একাধিক সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর উদ্ধার কাজ শেষে ট্রেনটি রাত সাড়ে তিনটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।
এ বিষয়ে চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কালুরঘাটে রেলের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। রাতেই উদ্ধার শেষ হয়েছে।
আরও পড়ুন কালুরঘাট সেতুতে ট্রেন-অটোরিকশা-বাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ কালুরঘাট সেতুতে ট্রেন-অটোরিকশা-বাইক সংঘর্ষ, আহত বেশ কয়েকজনউদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা জানান, চারটি সিএনজিচালিত অটোরিকশা, একটি প্রাইভেট কার, একটি কাভার্ড ভ্যান এবং কয়েকটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এখনো ট্রেনের ইঞ্জিনের নিচে কয়েকটি ছোট যানবাহন আটকে রয়েছে।
Advertisement
কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিমাণ জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, কালুরঘাট থেকে উদ্ধার করে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে।
এমডিআইএইচ/এমএএইচ/এএসএম
Advertisement