খেলাধুলা

প্রাকৃতিক ঝড়ের পর চেলসির কৃত্রিম ঝড়ে লন্ডভন্ড ডি মারিয়ার বেনফিকা

প্রাকৃতিক ঝড়ের পর চেলসির কৃত্রিম ঝড়ে লন্ডভন্ড ডি মারিয়ার বেনফিকা

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে চেলসির মুখোমুখি হয়েছিল বেনফিকা। বজ্রঝড়ের কারণে ম্যাচ বন্ধ থাকে প্রায় দুই ঘণ্টা। অবশেষে মাঠে খেলা গড়ালে চেলসির ৯ মিনিটের কৃত্রিম ঝড়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে গেছে অ্যানহেল ডি মারিয়ার দল বেনফিকা।

Advertisement

নাটকীয়ভাবে ম্যাচের মূল সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। ফল বের করে আনতে অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলার পরিচালনার সিদ্ধান্ত নেন রেফারি। এমন সময়টাতেই বিধ্বস্ত হয় পর্তুগিজ ক্লাব বেনফিকা। ৯ মিনিটের ব্যবধানে ৩টি গোল করে চেলসি।

অর্থাৎ বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। আগামী শুক্রবার ব্রাজিলের পালমেইরাসের মুখোমুখি হবে ব্লুজরা।

শনিবার চার্লটে চেলসির বড় জয়টি সম্ভব হয়েছে, ৯২ মিনিটে বেনফিকা ১০ জনের দলে পরিণত হওয়ার কারণে। সুযোগ কাজে লাগিয়ে চেলসির হয়ে গোল করেন ক্রিস্টোফার এনকুকু, পেদ্রো নেতো ও কিয়ারন ডিউসবুরি।

Advertisement

চেলসি প্রথমে এগিয়ে যায় ৬৪ মিনিটে। দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন রিস জেমস। ১-০ ব্যবধানে পিছিয়ে অবস্থায় ৯২ মিনিটে ১০ জনের পরিণত হয় বেনফিকা। জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

এর তিন মিনিট পরে ডি মারিয়া পেনাল্টি থেকে গোল করে বেনফিকাকে ১-১ সমতায় ফেরান। মালো গুস্তোর হ্যান্ডবলের কারণে বেনফিাকাকে পেনাল্টি দেওয়া হয়। যার ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

চেলসি কোচ এনজো মারেসকা ম্যাচ শেষে বলেন, আমি খুব গর্বিত। ৮৫ মিনিট পর্যন্ত আমাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তারপর খেলা বন্ধ হয়ে একদম ভিন্ন এক ম্যাচ শুরু হয়। এক ঘণ্টার বেশি সময় ড্রেসিং রুমে থাকাটা সহজ নয়, কিন্তু আমরা খেলতে থেকেছি এবং যা প্রাপ্য ছিল, সেই পুরস্কার পেয়েছি।

ম্যাচের ৮৫ মিনিটে বজ্রপাতের আশঙ্কায় ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে খেলা বন্ধ হয়ে যায়। নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের খোলা জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর খেলা পুনরায় শুরু হয়।

Advertisement

১০৮ মিনিটে এনকুকু চেলসিকে আবারও এগিয়ে দেন। ময়সেস কাইসেডোর শট গোলরক্ষক ত্রুবিন ফিরিয়ে দিলে বল পেয়ে নিকোলাস ওটামেন্দিকে ফাঁকি দিয়ে চিপ করে বল জালে জড়ান এনকুকু। এর ছয় মিনিট পর কাইসেডোর পাস থেকেই পেদ্রো নেতো দারুণ নিখুঁত ফিনিশে চেলসির তৃতীয় গোলটি করেন।

চেলসির চূড়ান্ত গোলটি আসে ১১৭ মিনিটে। কোল পালমারের পাস থেকে কিয়ারন ডিউসবুরি হল জায়গা পেয়ে গোল করে স্কোরলাইন ৪-১ করেন।

এমএইচ/জিকেএস