পুশ ইন ও কোরবানির চামড়া ভারতে পাচার রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিবি-১ ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক।
Advertisement
তিনি বলেন, সীমান্তে সব ধরনের পাচার রোধে টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারিসহ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে। রাজশাহী সীমান্ত দিয়ে এ পর্যন্ত পুশ ইন হয়নি। তবে দেশের বিভিন্ন স্থানে পুশ ইনের বিক্ষিপ্ত কিছু ঘটনা রয়েছে। যেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেখানে বিজিবি বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিকভাবে ও লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে। যা আগামীতেও অব্যাহত থাকবে।
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, উৎসবমুখর পরিবেশে জনগণ যাতে ঈদ উদযাপন করতে পারে, এজন্য বিজিবি সীমান্তের নিরাপত্তা বিধানসহ দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় সতর্ক রয়েছে।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/জেআইএম
Advertisement