চাঁদপুরের হাজিগঞ্জে শিয়ালের কামড়ে অন্তত ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা মারাত্মক। শনিবার (২৮ জুন) ভোরে উপজেলার বাকিলা ইউনিয়নের ফুল ছোঁয়া গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাবেক ইউপি সদস্য কালাম ব্যাপারী জানান, ভোরে লোকজন ঘুম থেকে উঠে রাস্তাতে আসলে দুটি শিয়াল তাদের কামড়ে দিয়েছে। এরমধ্যে অনেকে হাতের সামনে লাঠিসোঁটা যা পেয়েছে তা দিয়ে প্রতিহত করে রক্ষা পেয়েছেন।
আহতরা হলেন, ব্যাপারী বাড়ির মৃত গফুর ব্যাপারীর ছেলে বারেক ব্যাপারী (৬০), মহসিনের ছেলে রনি (২০), কালাম ব্যাপারীর ছেলে জসিম ব্যাপারী (৩০), মৃত শাহ আলমের ছেলে রেহান (২০), রাজ্জাক ব্যাপারীর ছেলে হাছান ব্যাপারী (১৫), পণ্ডিত বাড়ির মিজির ছেলে রুবেল (৪০), মৃত লতিফ ব্যাপারীর ছেলে আবু তাহের (৪০), আবু মিয়ার ছেলে লতিফ, রুহুল আমিনের ছেলে রুবেল প্রমুখ। এদের মধ্যে দুজনের অবস্থা খারাপ হওয়াতে তাদের চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, শিয়ালের কামড়ে বারেক ব্যাপারীর অবস্থা বেশি খারাপ। বন্যপ্রাণী আইন রক্ষা করে কীভাবে শিয়ালকে প্রতিহত করা যায় সেটি আমরা গ্রামবাসী মিলে চিন্তা করছি।
Advertisement
উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, শিয়াল ধরে বনে ছেড়ে দেওয়া আমাদের কাজ। কিন্তু আমাদের কোনো জনবল না থাকাতে তা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা শিয়াল ধরে দিলে আমরা বনে অবমুক্ত করে দেবো।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখি কী করা যায়।
শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম
Advertisement